টেলিভিশন চ্যানেলটির ১৫ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আগ্রাবাদ চৌমুহনী অফিসে ফুলেল শুভেচ্ছা জানান জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে কেক কেটে উৎসবের সূচনা করেন অতিথিরা।
বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চুয়েটের উপাচার্য ড. রফিকুল আলম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চসিক প্যানেল মেয়র নিছার আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নাজমুল হক ডিউক, আব্দুল কাদের, হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, ব্যবসায়ী হাকিম আলী, এফএমসি’র এমডি ইয়াছিন চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, চট্টগ্রাম চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাস, চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, নারী নেত্রী রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন রেজা, সাংবাদিক শহীদ উল আলম, রাশেদ রউফ, কলিম সরোয়ার, ফারুক ইকবাল, ম শামসুল ইসলাম, রুপম চক্রবর্তী, নজরুল ইসলাম, নিরুপম দাশগুপ্ত, মুস্তফা নঈম, শামসুল হক হায়দরী, আলিউর রহমান, লতিফা রুনা, মাসুদুল হক, অনুপম শীল, শেভরনের ব্যবস্থাপনা পরিচালক পুলক পারিয়াল, রিটন চৌধুরী, মাহমুদুল হক পেয়ারু, অ্যাডভোকেট রফিক আহমেদ, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মোহাম্মদ কুতুবউদ্দিন, জালাল উদ্দিন ইকবাল, জামাল উদ্দিন, সগীর আহমেদ, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন শিল্পী আলাউদ্দিন তাহের, কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য, উজ্জ্বল দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসি/টিসি