চট্টগ্রাম: শীত ও বড়দিন উপলক্ষে টানা এক সপ্তাহের ছুটি শেষে রোববার (২৯ ডিসেম্বর) খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে বলে জানিয়েছেন চবির অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।
তিনি বাংলানিউজকে জানান, শীত ও বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে চবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফের শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমআর/এসি/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।