শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর রহমান বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে।
আরএনবির সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল বাংলানিউজকে জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের দুটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি ও তূর্ণা এক্সপ্রেসের ৪টি ট্রেনের ১১টি আসনের টিকিটসহ ওই কালোবাজারিকে গ্রেফতার করা হয়।
আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, ওই টিকিট কালোবাজারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
জেইউ/টিসি