ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ১৭৫ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
শাহ আমানতে ১৭৫ কার্টন সিগারেট জব্দ শাহ আমানতে ১৭৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৭৫ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে মোহাম্মদ সোহেল নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম হাটহাজারী উপজেলার বাসিন্দা সোহেলের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটগুলো উদ্ধার করে।

কাস্টম হাউসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, সিগারেটগুলো কাস্টম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করেছেন এনএসআই কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।