চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘কোভিড-১৯ প্রেক্ষিতে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি এবং নিরসনের উপায়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী এম আলী আশরাফ অনলাইনে যুক্ত হয়ে এ আলোচনা সভার উদ্বোধন করেন।
ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, গবেষক খন্দকার সাখাওয়াত আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসরাত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এইচএম সলিমুল্লাহ এবং ব্র্যাকের ব্যবস্থাপক উপমা মাহবুব আলোচনায় অংশ নেন।
গবেষক খন্দকার সাখাওয়াত আলী দারিদ্র্য পরিস্থিতির উপর মহামারি কোভিড-১৯ এর প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের নজর রাখতে হবে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিকে পুঁজি করে স্বার্থন্বেষী মহল যাতে ফায়দা লুটে নিতে না পারে। এটি যাতে ব্যবসায় পরিণত না হয়।
প্রফেসর সরওয়ার জাহান বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। কারণ এই মহামারি বৈশ্বিক। পৃথিবীর উন্নত দেশগুলোতেও নাজুক পরিস্থিতি বিরাজ করছে। নতুন এক বিপর্যয়ের মুখোমুখী পৃথিবী।
তিনি বলেন, কোভিডের কারণে সৃষ্ট দুর্যোগের ক্ষতির প্রভাব দীর্ঘায়িত হতে পারে। সমন্বয়, পরিকল্পনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। আলোচনা সভা
সঞ্চালনা করেন সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাকিনা সুলতানা পমি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমআর/টিসি