ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় তিন অবৈধ ইট ভাটা উচ্ছেদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
লোহাগাড়ায় তিন অবৈধ ইট ভাটা উচ্ছেদ 

চট্টগ্রাম: উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনভর লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

সকাল ১০ টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে চরম্বা ইউনিয়নের এসএমবি ব্রিকস, এসবিএন ব্রিকস এবং সিবিএম ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ও র‌্যাবের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।  

উচ্ছেদ করা ইট ভাটাগুলোর জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।