ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেকের প্যাকেটে ইয়াবা, ‘জামাই-শ্বশুর’ আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
কেকের প্যাকেটে ইয়াবা, ‘জামাই-শ্বশুর’ আটক 

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন সম্পর্কে শ্বশুর ও জামাই।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি জানানো হয়।  

আটক দুইজন হলো- নগরের চকবাজার জয়নগর ১ নম্বর লেইন সর্দার বাড়ির বশির আহম্মদ ছেলে সাব্বির আহাম্মদ রনি (৩৯) এবং জামালপুর জেলার ঝাউগরা বাজার এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. সজীব (৩৪)।

সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব বর্তমানে মুরাদপুর হামজারবাগ মাজার গলি এলাকায় ভাড়ায় থাকেন। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাব্বির আহাম্মদ রনি ও মো. সজীব নামে দুইজনকে আটক করা হয়েছে। সাব্বির আহাম্মদ রনি মো. সজীবের মামা শ্বশুর। তারা কেকের প্যাকেটের ভেতর করে ইয়াবা নিয়ে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।