ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হলেন রেজাউল করিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হলেন রেজাউল করিম

চট্টগ্রাম: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সহযোগী অধ্যাপক ও চবির শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট রেজাউল করিম।  

সম্প্রতি কম্পিউটার সোসাইটির নির্বাচনে প্রত্যেক আসনে ড. শরীফ-জিহাদ প্যানেল নির্বাচিত হয়েছে।

ওই প্যানেলের প্রেসিডেন্ট পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো. শরীফ উদ্দীন ও ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) পদে ইউআইইউএরসিএসই বিভাগের প্রফেসর ড. মো. নূরুল হুদা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেনারেল সেক্রেটারি পদে সর্বাধিক ভোট পেয়ে রূপালী ব্যাংকের এসপিও (সিনিয়র প্রোগ্রামার) আবদুর রহমান খান জিহাদ, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) পদে ইনফিনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দীন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে ২য় সর্বাধিক ভোট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন) পদে বাংলাদেশ ব্যাংকের জয়েন ডিরেক্টর ফাহাদ জামান চৌধুরী, জয়েন সেক্রেটারি (ফাইন্যান্স) যমুনা ব্যাংকের এসপিও (ইআরপিএনালিস্ট) মো. শাহরিয়ার হোসেন খান, জয়েন সেক্রেটারি (অ্যাকাডেমিক) পদে অর্থ মন্ত্রণালয়ের কনসালটেন্ট নজরুল ইসলাম ভূঁইয়া এবং ট্রেজারার পদে বিপিএটিসির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট ড. মো. জিয়াউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। ড. শরীফ-জিহাদ প্যানেলের ৯টি পদে এবং কাউন্সিলরের ২২টি পদে নির্বাচিত হন। কাউন্সিলর বাকি ৩টি পদে রেড প্যানেল দলের সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান নির্বাচিত কমিটি আগামী তিনবছর দায়িত্ব পালন করবেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।