ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভারত থেকে সরকারি চাল আমদানির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ভারত থেকে সরকারি চাল আমদানির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে সরকারি পর্যায়ে আমদানি করা চালের চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম: প্রতিবেশী দেশ ভারত থেকে সরকারি পর্যায়ে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে ‘এমভি সেঁজুতি’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জিসিবি ৪ নম্বর জেটিতে ভিড়েছে। সর্বশেষ ২০১৭ সালে চাল আমদানি হয়েছিল সরকারি পর্যায়ে।

৪ হাজার ১১৩ দশমিক ৫ মেট্রিক টন চাল এসেছে প্রথম চালানে। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে নিয়ম অনুযায়ী বন্দরের পাইলটের তত্ত্বাবধানে টাগবোটের সাহায্যে জাহাজটি বহির্নোঙর থেকে এনে জেটিতে বাঁধা হয়।
 

জাহাজটির স্থানীয় এজেন্ট সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জোয়ারের সময় জাহাজটি জেটির কাছাকাছি নিয়ে আসা হয়েছে। ভাটার সময় জাহাজটি ঘুরিয়ে জেটিতে বাঁধা হবে। এরপর খালাস কার্যক্রম শুরু হবে।  

 চট্টগ্রাম খাদ্য বিভাগের চাল সংরক্ষণ নিয়ন্ত্রকের দফতরের প্রধান আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বাংলানিউজকে জানান, প্রথম ধাপে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে ভারত থেকে। এর মধ্যে যত চাল আমদানি হবে তার ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস হবে, বাকি ৪০ শতাংশ মোংলা বন্দরে খালাস হবে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর খালাসের পর চাল ট্রাকযোগে সরাসরি দেশের বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম জেলার খাদ্য গুদামগুলোতে ২ থেকে আড়াই লাখ টন চাল রাখার সুযোগ রয়েছে।  

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল বাংলানিউজকে বলেন, ভারত থেকে আমদানি করা ফুল সিদ্ধ ‘নন বাসমতি’ চালের ছাড়পত্র দিয়ে দিয়েছি আমরা।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।