ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

চট্টগ্রাম: প্রেমের সম্পর্কের সময় কৌশলে ধারণ করা অশ্লীল ভিডিও পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ফাহিম (২৩) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।  

বুধবার (২৩ ডিসেম্বর) তাকে আটকের বিষয়টি জানানো হয় পুুলিশের পক্ষ থেকে।

আটক যুবক মো. ফাহিম আনোয়ারা ‍উপজেলার বিলপুর সৈয়দকুচিয়া এলাকার কাজী মো. আলমগীরের ছেলে।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, পাঁচ বছর আগে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত ফাহিমের।

তখন কৌশলে ওই কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। পরে তার সঙ্গে সম্পর্কের অবনতি হলে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয় ফাহিম। এছাড়া ভিকটিমের ভাই, আত্মীয়েরে কাছে সেই ভিডিও ফেসবুক মেসেঞ্জারে পাঠায় ফাহিম। অভিযোগ পেয়ে ফাহিমকে আটক করা হয়েছে।  

আসিফ মহিউদ্দীন বলেন, ফাহিমের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।