ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোম হসপিটালের ফ্রি হেলথ ক্যাম্প 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
হোম হসপিটালের ফ্রি হেলথ ক্যাম্প  হোম হসপিটাল এর ফ্রি হেলথ ক্যাম্প 

চট্টগ্রাম: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘ফ্রি হেলথ ক্যাম্প’ আয়োজন করেছে চট্টগ্রাম হোম হসপিটাল।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নগরের খুলশীর সেগুনবাগানে ওব্যাট জুনিয়র হাইস্কুল এলাকায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও রোটারি ক্লাব অব চিটাগাং প্রাইমের সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপি এই হেলথ ক্যাম্প আয়োজন করা হয়।

 

এতে বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। তিনি বলেন, চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে থাকা যায়।

প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।  

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, হোম হসপিটালের চিকিৎসক ডা. সৈকত বড়ুয়া মুন্না, রোটারি ক্লাব অব চিটাগং প্রাইম এর সেক্রেটারি হেলাল উদ্দিন, আইএসডিসিএম এর প্রজেক্ট অফিসার মো. মোস্তাক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।