ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য মাহবুব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য মাহবুব ...

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ কমিটির তালিকায় মাহবুবুল আলমের নাম রয়েছে।

 
৬০ সদস্যের উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, প্রথমে আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব। আরও দৃঢ়তার সঙ্গে শামিল হতে পারব দেশের আর্থ সামাজিক উন্নয়নে। নতুন পরিসরে দেশের জন্য কাজ করার সুযোগ পাব।    

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।