ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন: মনোনয়ন জমা দিলেন ৮ কাউন্সিলর প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
চসিক নির্বাচন: মনোনয়ন জমা দিলেন ৮ কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ফের দেওয়া তফসিল অনুযায়ী তিনটি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮ জনের মনোনয়ন জমা পড়েছে।  

বুধবার (৩০ ডিসেম্বর ) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মনোনয়ন জমা দেন এই প্রার্থীরা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বাংলানিউজকে বলেন, ৩৭ নং ওয়ার্ডে ৫ জন, ৪০ নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৬ নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর চসিক নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা কারণে তা পিছিয়ে দেওয়া হয়। দীর্ঘ বিরতিতে করোনা ও বিভিন্ন রোগে মারা যান চার কাউন্সিলর  প্রার্থী।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।