ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
বাঁশখালীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: বাঁশখালীতে আগুনে পুড়ে বাদশা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কাথারিয়া বাজারে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

বাদশা মিয়া কাথারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাইরে তালাবদ্ধ থাকায় তিনি দোকানের ভেতরেই দগ্ধ হন বলে জানা গেছে।

বাঁশখালী ফায়ার স্টেশন লিডার লিটন বৈষ্ণব বাংলানিউজকে জানান, শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কাথারিয়ার ৬টি সেমিপাকা দোকান পুড়ে যায়। এসময় একটি তালাবদ্ধ দোকান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।