ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচরের পথে ৬১৩ রোহিঙ্গা নাগরিক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
ভাসানচরের পথে ৬১৩ রোহিঙ্গা নাগরিক  ...

চট্টগ্রাম: ভাসানচরের পথে রওনা হয়েছেন ৬১৩ রোহিঙ্গা। দুইটি জাহাজে করে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছে।

এছাড়াও আরেকটি জাহাজে তাদের মালপত্র নিয়ে রওনা হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর তিনটি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় বলে জানান রোহিঙ্গাদের সঙ্গে ভাসনচরে যাওয়া সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে তারা চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের পর রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচরে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে পতেঙ্গা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫ ৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।