ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমাদের সবচেয়ে বড় অর্জন ডিজিটাল বাংলাদেশ: রুহেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আমাদের সবচেয়ে বড় অর্জন ডিজিটাল বাংলাদেশ: রুহেল কথা বলছেন মাহবুব রহমান রুহেল

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধ জয়ের গল্প নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মীরসরাইতে প্রতিবছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় বিজয় মেলা। সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের বিজয় অনুষ্ঠিত হয়ে আসছে।

 

বুধবার (২২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২১-এর উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহবুব রহমান রুহেল।

উদ্বোধনের পূর্বে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালীর নেতৃত্ব দেন তিনি।

পরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।  

উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে যুদ্ধদিনের গল্প, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে নানা প্রতিকূলতা পেরিয়ে আজকে বিশ্বে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।

তিনি বলেন, এই ৫০ বছরে সবচেয়ে বড় অর্জন ডিজিটাল বাংলাদেশ, তা এসেছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর হাত ধরে। এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার অন্যতম নিদর্শন মিরসরাইস্থ বঙ্গবন্ধু শিল্পনগরী যা মাননীয় প্রধানমন্ত্রীর ইঞ্জিনিয়ার মোশাররফ এমপির আবেদনে এটি গুরুত্ব সহকারে দেখছেন যা বিশ্বের কাছে এখন পরিচিত।

জাহেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় বিজয় মেলার প্রধান সমন্বয়ক ৩নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাইয়ের পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাইয়ের ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, আ’লীগ নেতা মোশাররফ হোসেন মান্না, মীরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সম্পাদক ইব্রাহিম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, আমুস সভাপতি নয়ন ধুম, সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমইউএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।