ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোহাগাড়ার ভোট কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারের উপস্থিতি। এ এলাকায় শীতের তীব্রতা বেশি থাকায় সকালে ভোটারের উপস্থিতি ছিল কম।

কিন্তু রোদের দেখা মিলতেই বাড়ে ভোটারদের উপস্থিতি।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত লোহাগাড়ার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

 

উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বাংলানিউজকে বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার সবকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা মোহাম্মদ নবী বাংলানিউজকে বলেন, সকালে বেশি কুয়াশা ছিল। তাই একটু দেরিতেই ভোট দিতে এসেছি। কোনও সমস্যা হচ্ছে না।  

লোহাগাড়া উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন, রাজিব চৌধুরী, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মো. আবু রায়হান দায়িত্ব পালন করছেন।

এখানকার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে দুই ইউনিয়নে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। চেয়ারম্যান পদে ভোট হবে চার ইউনিয়নে। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ২২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুসলেম উদ্দিন বাংলানিউজকে বলেন, অপ্রীতিকর কোনও ঘটনা নেই। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।