ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ইউএনও'র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
পটিয়ায় ইউএনও'র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি ...

চট্টগ্রাম: পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের  সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানসহ অনেকের কাছে ফোন করে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।  

সোমবার (২৭ ডিসেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সবাইকে অবগত করেন ইউএনও ফয়সাল আহমেদ।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পটিয়া থানায় অবগত করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার পটিয়ার সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের ইউএনও'র সরকারি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে কেন্দ্র খরচ অজুহাতে টাকা দাবি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ইউএনও ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি৷ এ ছাড়াও এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার করছি। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ রকম একটা অভিযোগ আমরা পেয়েছি। তদন্তের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।