ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ...

চট্টগ্রাম: বাংলাদেশ কমার্স ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংকটির সাবেক ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিন মজুমদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে দুনীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।

 

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক এফএভিপি ও দেওয়ানহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জামাল উদ্দিন মজুমদার, সাবেক অ্যাপ্রেইজার (আমদানি শাখা) বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. সালাহ উদ্দিন তালুকদার, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (রফতানি শাখা) মোহাম্মদ মফিজুল্লাহ, মেসার্স মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহামদ, মেসার্স লাহিড়ী এন্টারপ্রাইজের মালিক স্মৃতি লাহেড়ী ও টিপু সুলতান ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংকটির সাবেক ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিন মজুমদারসহ ছয়জন পারস্পরিক যোগসাজশে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে তৈরি করে ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

পণ্য খালাস করে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাৎ করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির  ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/ ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ৩৪।

বাংলাদেশ সময়: ২১৪৫  ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।