ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর, ক্যাম্পাসে উত্তেজনা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
চবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর, ক্যাম্পাসে উত্তেজনা  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করেছে বিজয় গ্রুপের কর্মীরা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
 

মারধরে আহত সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সিক্সটি নাইন গ্রুপের কর্মী বিশ্বজিৎ বৌদ্ধনীল বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দিকনির্দেশনা দেওয়ার সময় অকারণে ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, ম্যানেজমেন্ট বিভাগের ১৫-১৬ সেশনের মো. রিফাত, আইইআর ১৬-১৭ সেশনের মিনহাজ, ইংরেজি বিভাগের ১৬-১৭ সেশনের মো. বেলাল, একই সেশনের জিবুসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৫ জন এলোপাথাড়ি মারধর করেন তাকে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বাংলানিউজকে বলেন, আগামীকাল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা আসার কথা রয়েছে। ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পক্ষ। আমরা লিখিত অভিযোগ দিয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে।

এ ঘটনার পর উভয় গ্রুপের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা শাহজালাল হল ও বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান করছেন।

বিজয় গ্রুপের নেতা জাহিদ আওয়াল বাংলানিউজকে বলেন, জুনিয়রদের মধ্যে সাধারণ কথা কাটাকাটি হয়েছে। এটা সমাধান হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে আসার কথা রয়েছে। আমরা চাই না বিষয়টি বড় হোক।

ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।