ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদী থেকে ৮ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
হালদা নদী থেকে ৮ হাজার মিটার জাল জব্দ  হালদা নদীতে অভিযান

চট্টগ্রাম: হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।  

বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হালদা নদীর মোহনা, ছায়ারচর, কচুখাইন মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, অসাধু চক্র হালদার বিভিন্ন স্থানে জাল ফেলার পাঁয়তারা করছে। অন্যদিকে নৌ পুলিশের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

গোয়েন্দা পুলিশের তথ্য মতে আমরা হালদা নদীর মোহনা, ছায়ারচর, কচুখাইন মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছি। নৌ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।