ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরটিলায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
বন্দরটিলায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন হাসপাতাল উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ লতিফসহ অতিথিরা

চট্টগ্রাম: ‘রোগীর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য’ স্লোগানে দক্ষিণ হালিশহরের জনবহুল এলাকা ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলায় ফ্যামিলি হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়েছে।  

শুক্রবার (১৪ জানুয়ারি) ডা. হোসেন আহম্মদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ।

বিশেষ অতিথি ছিলেন বিএমএর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জিয়াউল হক সুমন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহনুর বেগম প্রমুখ।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর খান।

বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার, সব ধরনের ল্যাব টেস্ট, নরমাল ডেলিভারি, সিজারিয়ান সেকশনসহ সব ধরনের অপারেশন, হাসপাতালে রোগী ভর্তি, বহির্বিভাগ রোগী দেখাসহ ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স সুবিধা থাকবে বলে জানিয়েছেন হাসপাতালের উদ্যোক্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।