ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী পৌর নির্বাচন, ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বাঁশখালী পৌর নির্বাচন, ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা উত্তর জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা।

 

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ৩২০ জন পুলিশ সদস্য ও ১ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া  প্রতিকেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষে ২৬ হাজার ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ৯ ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি, পুলিশ ও র্যা ব মাঠে রয়েছে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী (মোবাইল)।

সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি), মোহাম্মদ হোছাইন (ডালিম), ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি), মোহাম্মদ আবদুল লতিফ (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে মো. বেলাল উদ্দীন (ফাইল কেবিনেট), মোহাম্মদ জসিম উদ্দিন (পাঞ্জাবি), মো. জামাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড), শাহাবুদ্দিন (গাজর), ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মাঈনুদ্দিন (পাঞ্জাবি), মো. আকতার হোসাইন (ব্রিজ), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হোছাইন উদ্দিন (গাজর), মো. নঈমুল হক মানিক (ব্রিজ), মো. নাছির উদ্দীন (ব্ল্যাক বোর্ড), মো. নুরুল আলম (পাঞ্জাবি), মো. সোহেল (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ), আরফাত উদ্দীন (টেবিল ল্যাম্প), মো. জাকের হোসেন (উটপাখি), মো. নুরুল আলম (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ নুরুনবী (পাঞ্জাবি), ৯ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন (ব্ল্যাক বোর্ড), মোহাম্মদ ওমর ফারুক (ডালিম) প্রতীকে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ১ নম্বর (১,২,৩) ওয়ার্ডে সেতারা বেগম (চশমা), ২ নম্বর (৪,৫,৬) ওয়ার্ডে রেবা তালুকদার (চশমা) ৩ নম্বর (৭,৮,৯) ওয়ার্ডে করিমা আক্তার (টেলিফোন), খালেদা বেগম (চশমা) প্রথমবার  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।