ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে বড়শি, মাছ ধরার সরঞ্জামসহ ১০টি ঘেরা জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
হালদা থেকে বড়শি, মাছ ধরার সরঞ্জামসহ ১০টি ঘেরা জাল জব্দ  হালদা নদীতে অভিযান

চট্টগ্রাম: ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০টি ঘেরা জাল, বড়শি ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত হালদা নদীতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে,  ভোর থেকে হালদা নদীতে পরিচালিত অভিযানে ৬ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে অভিযান শুরু হয়।

 ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকায় অভিযান চলে।  হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইডিএফ কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।  এ ছাড়াও বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মাছ ধরার বড়শি ও সরঞ্জাম জব্দ করা হয়। নৌপুলিশ, গ্রামপুলিশ ও আইডিএফের মৎস্য কর্মকর্তা রাব্বানী ও মুনির অভিযানে অংশ নেন।

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।