চট্টগ্রাম: ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০টি ঘেরা জাল, বড়শি ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত হালদা নদীতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভোর থেকে হালদা নদীতে পরিচালিত অভিযানে ৬ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে অভিযান শুরু হয়।
ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বিই/টিসি