ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন সাড়ে ৪ লাখ টাকার চেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন সাড়ে ৪ লাখ টাকার চেক ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বন্যহাতির হামলার শিকার ৫ জন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।  

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এসব চেক বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালীপুর রেঞ্জ।

পটিয়া রেঞ্জ বন কর্মকর্তা নূরে আলম হাফিজের সঞ্চালনায় এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহকারী বন সংরক্ষক মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা।

 

মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বন বিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়রি ০২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।