ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার দফা পিছিয়েছে আল্লামা শফীকে হত্যার প্ররোচনা মামলার অভিযোগ গ্রহণের শুনানি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২, ২০২২
চার দফা পিছিয়েছে আল্লামা শফীকে হত্যার প্ররোচনা মামলার অভিযোগ গ্রহণের শুনানি  আল্লামা আহমদ শফী। ফাইল ছবি

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় ৪৩ জনকে অভিযুক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগ গ্রহণের শুনানি চার বার পিছিয়েছে। বুধবার (২ মার্চ ) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার প্ররোচনা মামলায় (সিআর মামলা নম্বর- ৫২৯/২০) বুধবার (২ মার্চ) পূর্বনির্ধারিত শুনানির ধার্য দিন ছিল। আদালতে মামলার বাদীর আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এ নিয়ে মামলাটির চার দফা শুনানির দিন পিছিয়েছে। এর আগে গত বছরের ৭ নভেম্বর, ১২ সেপ্টেম্বর ও ৩০ জুন শুনানির দিন ধার্য ছিল।  

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ শফী। পরে ওই বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে’র আদালতে আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক মো. মইন উদ্দিন ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

২০২১ সালে ১২ এপ্রিল হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় প্রয়াত সাবেক হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। আদালত সূত্রে জানা গেছে, ৪৩ আসামির মধ্যে এজাহারভুক্ত ৩১ জন, মামলার তদন্তে নতুন করে যুক্ত হয়েছে আরও ১২ জন।  

এজাহারভুক্ত আসামিরা হলেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, হাবিব উল্লাহ আজাদী, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজুয়ান আরমান, হাসানুজ্জামান, মো. এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, মাওলানা আহম্মদ, মাওলানা মাহমুদ, আসাদুল্লাহ, জুবাইর মাহমুদ, হাফেজ জুনায়েদ আহমেদ, আনোয়ার শাহ, ছাদেক জামিল কামাল, কামরুল ইসলাম কাসেমি, মো. হাসান, ওবায়েদুল্লা ওবায়েদ, জুবাইর, মাওলানা মোহাম্মদ, আমিনুল হক, সোহেল চৌধুরী, মবিনুল হক, নাইমুল ইসলাম খান ও হাফেজ সায়েম উল্লাহ।  

তদন্তে নতুন করে যুক্ত হওয়া ১২ জন হলেন- জুনায়েদ বাবুনগরী, মাওলানা শফিউল আলম, শিব্বির আহমেদ, আবু সাঈদ, হোসাইন আহমদ, তাওহীদ, এরফান, মামুন, আমিনুল, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২২ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।