ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

তারা হলো- মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২) ও নজরুল ইসলামের মেয়ে মীম (৩)।

জানা গেছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় দুই চাচাতো বোন।

পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বাংলানিউজকে বলেন, দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি।  

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বাংলানিউজকে বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুইজনকেই মৃত অবস্থায় পাই। পরিবার জানিয়েছে, পুকুরে ডুবে গিয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।