ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে ‘ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ প্রোগ্রাম চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
প্রিমিয়ারে ‘ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ প্রোগ্রাম চালু ...

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ব্যাচেলর অব আর্টস ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ প্রোগ্রাম চালু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে প্রিমিয়ার ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কলা অনুষদের অধীনে ‘ব্যাচেলর অব আর্টস ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ প্রোগ্রাম চালু হয়েছে।

এই প্রোগ্রাম চালু করার জন্য সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ইউজিসি থেকে অনুমোদন পেয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত সমৃদ্ধ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেক্সটাইল ল্যাব দেখে সন্তুষ্ট হয়ে ইউজিসি এই অনুমোদন প্রদান করেছে। প্রোগ্রামটি ৪ বছর মেয়াদে দুই সেমিস্টারের ভিত্তিতে পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।