ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বেড়িবাঁধ এলাকায় মাটি উত্তোলন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
বাঁশখালীতে বেড়িবাঁধ এলাকায় মাটি উত্তোলন! ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি এস্কেভেটার ও ট্রাক জব্দ করা হয়েছে।  

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযানের সময় দেখা যায় জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন মাটি এস্কেভেটর দিয়ে কেটে ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

তিনি বলেন, এ সময় আমাদের উপস্থিতির আঁচ করতে পেরে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। জড়িতদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।