ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাগরের আস্থার প্রতিদান দিয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
সাগরের আস্থার প্রতিদান দিয়েছে পুলিশ ...

চট্টগ্রাম: নগরের একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়েছে মো. সাগর। পরিবারের দায়িত্ব নিতে পড়ালেখায় ইতি টেনে পিয়নের চাকরি নিয়েছে কাজীর দেউড়ি বিদ্যুৎ অফিসে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে অফিস থেকে বাসায় ফেরার সময় খুলশী থানাধীন লালখান বাজার ইস্পাহানীর মোড় এলাকায় তাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় ছিনতাইকারীরা।  পরে আহত অবস্থায় একজন পথচারীর মোবাইল নিয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে মোবাইলটি উদ্ধার করেন।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, ইস্পাহানীর মোড় এলাকায় মারধর করে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ করা হয় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। গুপ্তচর নিয়োগ করে ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে সাগরের লুন্ঠিত ফোন উদ্ধার করে পুলিশ সেবার প্রতি আস্থার প্রতিদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।