ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লাল গ্রুপের ৫ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
লাল গ্রুপের ৫ ছিনতাইকারী আটক ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন রেলস্টেশন রোডে হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে থেকে লাল গ্রুপের সদস্য ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।  

আটককৃতরা হলো- মো.সুমন (২৪), মো. রাসেল (২৬), মো.শরিফ হোসেন সুমন (২৫), তপন দত্ত (৩৭) ও রেজাউর রহমান (৩০)।

 

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, কয়েকজন ছিনতাইকারী ভঙ্গি শাহ্ মাজারের সামনে সমবেত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২টি ধারালো চাকু, গাঁজা, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী  মানুষের চলাচলের স্থানে পথচারীকে জিম্মি করে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।