ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে মরদেহ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।  

রোববার (৫ জুন) বিকেলে পৌনে ৬টা থেকে মরদেহগুলো অ্যাম্বুল্যান্সে করে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

 

মরদেহ মর্গে নিয়ে যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও পরিচয় শনাক্ত করা যায়নি ২৫ জনের বেশি।

এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। তাদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘন্টা, জুন ০৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।