ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চেক প্রতারণা: শিল্পী আব্দুল মান্নান রানার কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ২৭, ২০২২
চেক প্রতারণা: শিল্পী আব্দুল মান্নান রানার কারাদণ্ড  আব্দুল মান্নান রানা

চট্টগ্রাম: চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় আব্দুল মান্নান রানা (৬৫) নামে এক কণ্ঠশিল্পীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৮ জুন) চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন।

রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন।

আব্দুল মান্নান রানা নগরের বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা আব্দুল আজিজের ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার চৈতন্য গলি জিন্নাহ পাড়ার আবদুল্লাহ আল হারুন চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে দুইটি মামলা করেন ২০১৪ সালে। একটি চেকে ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা, অন্য একটি চেকে ৯৪ লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।  পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ বাংলানিউজকে বলেন, প্রায় ২ কোটি টাকার চেক প্রতারণা ও আত্মসাতের মামলায় সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানাকে পৃথক দুই মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড ও চেকের সম পরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়:২০১৩ ঘণ্টা জুন ২৭ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।