ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪ গ্রেফতার চার ডাকাত।

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার মিউনিসিপ্যাল স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।  তারা হলেন- মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮), মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, মিউনিসিপ্যাল স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচের অন্ধকার স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি ধারাল ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার বাবলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি এবং হৃদয়ের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।