ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৯ সিটের প্লেন চলাচল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
৯ সিটের প্লেন চলাচল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে

কলকাতা: পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ৯ সিটের প্লেন পরিসেবা। নতুন বছর থেকেই এ পরিসেবা চালু হবে।

বেসরকারি একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ পরিসেবা চালু হবে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিসেবার মাধ্যমে অল্প সময়ে কলকাতা থেকে কোচবিহার, বাগডোগরা,অন্ডাল পৌঁছানো যাবে। এর ফলে একদিকে ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে, তেমনি ওই অঞ্চলগুলোর গুরুতর রোগীদের চিকিৎসার কাজে কলকাতায় আসা-যাওয়া সহজ হবে।

প্রথমদিকে সপ্তাহে চারদিন এ সার্ভিস চালু হবে। দুই ধাপে এ সেবা চালু হবে। ৯ সিটের এ প্লেন পরিসেবা চালু হলে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।