আগরতলা: সর্ব ভারতীয় শ্রমিক সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিইউসি) অনুমোদিত ত্রিপুরা মোটরকর্মী সমিতির ১৬তম রাজ্য প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ত্রিপুরার বিরোধী দল নেতা সুদীপ রায়বর্মন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিষ সাহা, কংগ্রেস বিধায়ক গোপাল রায় প্রমুখ।
সুদীপ রায়বর্মন বলেন, রাজ্যের শ্রমিক, কর্মচারীদের স্বার্থবিরোধী শাসক দল বামফ্রন্ট। সমস্যাকে জিইয়ে রেখে কিভাবে রাজনৈতিক মুনাফা লোটা যায়, দীর্ঘ দিন ধরে তারা সেটা রপ্ত করেছে।
সম্মেলনে ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমা থেকে শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএম