ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গ্রিন জেল এবার পশ্চিমবঙ্গে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
গ্রিন জেল এবার পশ্চিমবঙ্গে শিলিগুড়ি বিশেষ সংধোধনাগার

কলকাতাঃ পরিবেশ রক্ষার অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংশোধনাগারকে ‘গ্রিন জেল’ করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে শিলিগুড়ি জেলের বড় অংশের বিদ্যুৎ ব্যবস্থাকে সৌর বিদ্যুৎ চালিত করতে চলেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।

এর ফলে একদিকে যেমন বিদ্যুতের খরচ বাঁচবে, অন্য দিকে পরিবেশ সুরক্ষার বিষয়টিও যথাযথভাবে পালন করা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার চালু হয়েছে।

আগামী দিনে এই ব্যবহার আরও বাড়বে বলে মনে করে প্রশাসন।

সংশোধনাগারে বিদ্যুতের জন্য বিপুল পরিমাণে খরচ হয় সরকারের। সংশোধনাগার কর্তৃপক্ষ মনে করছে, সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে যে খরচ কমবে সেই অর্থ বন্দিদের সুযোগ সুবিধার কাজে ব্যবহার করা যাবে।

এ বিষয়ে তৎপরতা শুরু হয়ে গেছে। জানা গেছে, সরকারি কয়েকটি ছাড়পত্রে পেলেই শিলিগুড়ি সংশোধনাগারে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হয়ে যাবে।

এ প্রকল্প শুরু হলে শিলিগুড়ি জেল হবে ভারতের মধ্যে প্রথম সংশোধনাগার যেখানে সৌর বিদ্যুতের ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।