বিজেপির দলিত প্রার্থী রামনাথ কোবিন্দের বিরুদ্ধে একজন দলিতকেই প্রার্থী করতে চায় বিরোধীরা। সম্ভবত, সেই প্রার্থীর নাম মীরা কুমার।
বিরোধী জোট এখন নামেই, আদতে সেই জোট এরই মধ্যেই ভেঙে গেছে। বিরোধী শিবির একপ্রকার ফাঁকাই। কারণ একের পর এক আঞ্চলিক দলগুলো নরেন্দ্র মোদির প্রাথীকেই সমর্থনের দিকে ঝুঁকেছে। বিরোধী জোটের ক্ষেত্রে সব থেকে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিরোধী বৈঠকের আগেই তাঁর দল রামনাথ কোবিন্দকেই সমর্থন করেছেন। সমর্থন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীও। শোনা যাচ্ছে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি আর সমাজবাদী পার্টির একাংশও রামনাথ কোবিন্দকেই সমর্থন করবে।
সুতরাং বিরোধী জোট বলতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামেরা সহ আরও কয়েকটি আঞ্চলিক দল। রামনাথ কোবিন্দ যেমন একজন দলিত তেমনি মীরা কুমারও দলিতকন্যা। তাই কোনো সংশয় নেই , প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেই। সহজে জমি ছাড়বে না বিরোধীরা।
বাংলাদেশ সময়:০২৫৪ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
ভি.এস/জেএম