ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় কুমারী পূজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আগরতলায় কুমারী পূজা অনুষ্ঠিত

আগরতলা (ত্রিপুরা): প্রতিবছরের মতো এবারও ত্রিপুরা রাজ্যের আগরতলায় মহাঅষ্টমী তিথি উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মঠ ও মিশন, রানীর খামার এলাকার রামকৃষ্ণ মিশন, বাধারঘাট মাতৃপল্লী এলাকার বাউল বাড়ি এবং ভোলানন্দ সেবাশ্রমের পূজামণ্ডপগুলোতে হাজারও পূণ্যার্থী ভিড় জমান।

মহাঅষ্টমীতে যেসব মেয়ে শিশুর মধ্যে নারীত্বের পূর্ণতা আসেনি, তাদের কুমারী দেবী রূপে পূজা করা হয়। শাস্ত্রমতে এই পূজার নাম কুমারী পূজা। কারণ এ বয়সে কুমারী শিশুদের মধ্যে কোনো পাপ বোধ জন্ম নেয় না। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই পূজার প্রচলন।

মহাঅষ্টমীতে প্রথমে কুমারী পূজার আয়োজন করা হয়, তারপর দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।