ঢাকা: বস্ত্র শিল্পের তিন খাতে সেরা করদাতা হয়েছে ১৪ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে ৭ প্রতিষ্ঠান।
গত রোববার (১৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
তৈরি পোশাক শিল্প শাখায় সেরা করদাতার কার্ড পাচ্ছে- স্কয়ার ফ্যাশনস লি., ইউনিভার্সেল জিন্স লি., জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লি., রিফাত গার্মেন্টস লি., ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক জিন্স লি. ও স্নোটেক্স আউটওয়্যার লি.।
স্পিনিং ও টেক্সটাইল শাখায় যে ৭ প্রতিষ্ঠান সেরা করদাতার কার্ড পাচ্ছে সেগুলো হলো- কোটস বাংলাদেশ লি., প্যারামাউন্ট টেক্সটাইল লি., নাহিদ কটন মিলস লি., এসিএস টেক্সটাইলস লি., বাদশা টেক্সটাইলস লি., এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লি. ও এন জেড টেক্সটাইল লি.।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
জেডএ/এমএমজেড