ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের চট্টগ্রামের কার্যকরী পরিষদ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের চট্টগ্রামের কার্যকরী পরিষদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের চট্টগ্রামের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুল হায়দার ও সম্পাদক আবু হোসাইন মো. জামশেদ উদ্দিন পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনে সহ-সভাপতি পদে মোহাম্মদ কামরুল হাসান ও মো. রাফিউল মুনির; যুগ্ম সম্পাদক পদে অনির্বাণ চাকমা ও পিনাকী চৌধুরী; কোষাধ্যক্ষ পদে রূপেশ বড়ুয়া, সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জোবাইর হোসেন, সদস্য পদে মুজিবুর রহমান, মো. ওয়াহেদুজ্জামান সুজন, বিশু দে, প্রশান্ত ধর, মুনিরা বিনতে ইকবাল, সমদিপ্ত চাকমা ও রিপন ধর নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।