ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাঁচ কারাগারের জন্য কেনা হচ্ছে ১৩০ মোবাইল জ্যামার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পাঁচ কারাগারের জন্য কেনা হচ্ছে ১৩০ মোবাইল জ্যামার

ঢাকা: ঢাকা ও কাশিমপুরসহ পাঁচটি কারাগারের জন্য ১৩০টি কমপ্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার কিনবে সরকার। সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তর এই কমপ্রিহেনসিভ মোবাইল ফোন জ্যামার কিনবে।

 

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের পাঁচটি কারাগারের জন্য ১৩০টি মোবাইল ফোন জ্যামার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ১ লাখ ১০ হাজার ইভিএমের মাদার বোর্ড, সিপিইউ, স্ক্রিন, ফিঙ্গার প্রিন্ট রিডার, কার্ড রিডার, প্রিন্টার, ই-লিঙ্ক প্যানেল, ইন-বিল্ট স্পিকার ইত্যাদি যন্ত্রাংশ কেনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ভৌত সেবা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড হতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার আরেকটি প্রস্তাব আনা হয়। তবে সংশ্লিষ্টরা প্রস্তাবটি ফিরিয়ে নিয়েছেন।

অতিরিক্ত সচিব জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নবম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয়-কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়।  

ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের চারটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১২,২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।