ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবৈধ মজুতদারির খোঁজ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
অবৈধ মজুতদারির খোঁজ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়

ঢাকা: অবৈধ মজুতদারির বিষয়ে সরকারকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কষ্ট লাঘবে সরকার অবৈধ মজুতদারিদের খুঁজে বের করে ব্যবস্থা নেব।

সম্প্রতি সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যারা মজুতদারি করে, কালোবাজারি করার চেষ্টা করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমরা নিচ্ছি। ’
 
এরপর সাংবাদিকেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিকরাও একটু খুঁজে খুঁজে বের করবেন কোথায় কে মজুদ করছে। আমরা খুঁজে খুঁজে বের করব। মানুষের যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা নেব। ’

পণ্যের দাম বাড়াতে মজুতদার সিন্ডিকেটের অধিক লোভের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে খাবার থাকা সত্ত্বেও যখন দাম বাড়ে, কিছু লোক মজুতদারি করে। ইচ্ছে করে মজুতদারি করে দাম বাড়ায়। তখনই আমাদের কিছু বিকল্প পদক্ষেপ নিতে হয়। ’

এ প্রসঙ্গে তিনি সম্প্রতি সরকারের পেঁয়াজ আমদানির উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘পেঁয়াজের কথা বলি। আমি জানি পেঁয়াজ আছে, পেঁয়াজ ছাড়ছে না, নিয়ে বসে আছে। পেঁয়াজ পচাবে, ফেলে দেবে তাও বেশি দামে বেচবে। যখন আমদানি শুরু করলাম, ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ কিনব ঠিক করলাম। ১০/১২ হাজার মেট্রিক টন আসতে না আসতে পেঁয়াজের দাম কমে গেল। ’

মূল্যস্ফীতি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

একইসঙ্গে বৈশ্বিক সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরে সরকারপ্রধান সবাইকে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন - জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমইউএম/এসকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।