ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিপলস ইন্স্যুরেন্সের এজিএম সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিপলস ইন্স্যুরেন্সের এজিএম সম্পন্ন ...

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম মেনে বুধবার (২১ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।  

কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন।

পরিচালনা পর্ষদের সকল কমিটির চেয়ারপার্সন, পরিচালকবৃন্দ, সংবিধিবদ্ধ নিরীক্ষকের প্রতিনিধি, স্ক্রুটিনাইজার, ডিএসই/সিএসই এর অবজারভার এবং ২৩৫ এর অধিক ডিজিটালি সংযুক্ত শেয়ারহোল্ডার সভায় যোগদান করেন।  

উপদেষ্টা এম এইচ খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন, কোম্পানির সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব শেখ মো. সরফরাজ হোসেন ।

শেয়ারহোল্ডাররা ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২২ সালের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ২০২৩ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক, কম্প্লায়েন্স নিরীক্ষক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করেন।  

বিগত বৎসরে বিচক্ষণতার সঙ্গে কোম্পানির কার্যক্রম পরিচালনা করায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।