ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় সৌরভ ছড়াচ্ছে আল হারামাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
কুমিল্লায় সৌরভ ছড়াচ্ছে আল হারামাইন

কুমিল্লা: কুমিল্লা নগরীতে উদ্বোধন করা হয়েছে আল হারামাইন পারফিউমসের ১১তম আউটলেট। গতকাল সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকার কিউ আর টাওয়ারের তৃতীয় তলায় ওই আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।

তিনি আউটলেটটি ঘুরে দেখেন এবং আল হারামাইন পারফিউমসের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আমন্ত্রিত অতিথিরা ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুমিল্লার এ আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট আর এয়ার ফ্রেশনারের মতো সুগন্ধি পণ্য দিয়ে।

এ আউটলেটে যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটার ওপর ঈদুল আজহা পর্যন্ত ২০ পার্সেন্ট ফ্ল্যাট মূল্যছাড় থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশসহ ১০টিরও বেশি দেশে আল হারামাইন পারফিউমসের আউটলেট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরিতে তৈরি সব সুগন্ধিপণ্য এখন ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।