ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর আয় ২ কোটি ৬৫ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর আয় ২ কোটি ৬৫ লাখ টাকা

সিরাজগঞ্জ: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এজন্য গাড়ির চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে প্রায় ৩০ হাজার যানবাহন। এতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকারও বেশি।

সোমবার (২৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।  

তিনি জানান, ২৪ জুন রাত ১২টা থেকে রোববার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ২৯ হাজার ৮৫৭টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৯৭৬টি এবং ঢাকামুখী লেনে চলেছে ১৪ হাজার ৮৮১টি যানবাহন।  

মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় এক কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।