ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টানা ৫ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
টানা ৫ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে আগামী ১জুলাই পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য উভয় দেশের বন্দরের এক্সপোর্টার, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটির বিষয়ে পত্র বিনিময় করা হয়েছে। ফলে ২৭ জুন থেকে টানা পাঁচদিনের ছুটিতে থাকছে এ স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।  

আগামী ২ জুলাই যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন রুহুল আমিন বাবুল।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই)  মুরহাসান কবির বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।