ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ঢাকায়

ঢাকা: যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন এমপি ঢাকায় এসেছেন।  

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার এ সফর বলে বুধবার (৫ জুলাই) জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

 

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে  বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে করে কর্মসংস্থান সৃষ্টিসহ উভয় দেশের অর্থনীতির বিকাশ ঘটবে। ২০২২ সালের শেষে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্য রেকর্ড ৪.৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নাইজেল হাডলস্টন বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক রয়েছে। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পণ্যের প্রবেশাধিকার ও বাণিজ্য বাধা দূর করে পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে আমরা কাজ করতে চাই।  

জানা গেছে, মন্ত্রী হাডলস্টন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা ২০২৩ সালের মে মাসে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এভিয়েশন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ নিয়ে আলোচনা করবেন, যা বাংলাদেশের বিমান চলাচল খাতকে শক্তিশালী করবে এবং উভয় দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন। যুক্তরাজ্যের বিশ্ব-নেতৃস্থানীয় উন্নয়নশীল দেশ ট্রেডিং স্কিম (ডিসিটিএস), যা গত মাসে কার্যকর হয়েছে এবং যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের জন্য বাণিজ্য সহজ করার বিষয়ে তারা আলোচনা করবেন।

মন্ত্রী হাডলস্টন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সঙ্গে দেখা করবেন। তারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী এভিয়েশন হাব হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাজ্যের প্রস্তাব আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
টিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।