ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নবাবগঞ্জে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
নবাবগঞ্জে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।  

উপজেলার সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।  

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা আওয়ামী লীগের উপসহ দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, কৃষক লীগের সভাপতি সাদের হোসেন বুলু, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।