ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন জেলায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
তিন জেলায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন

ঢাকা: দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, বান্দরবান জেলার লামা উপজেলায় এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলায় তিনটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার।  

এর মধ্যে দিনাজপুরে ২০০ মেগাওয়াট (এসি), বান্দরবানে ৭০ মেগাওয়াট (এসি) এবং ফেনিতে চকোরিয়ায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত বৈঠকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে ব্যয় আনুমানিক ৭ হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা।  

বান্দরবান জেলার লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে ব্যয় আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা।

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে ব্যয় আনুমানিক ৩ হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।